IQNA

ইরানে  উৎপাদিত করোনা টিকার ৯০ শতাংশ কার্যকরিতা মিলেছে

0:02 - February 23, 2021
সংবাদ: 2612303
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানে উৎপাদিত করোনাভাইরাসের টিকা কোভিরান বারাকাত মানব দেহে প্রথম ধাপের ট্রায়ালে শতকরা ৯০ ভাগ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। 
কোভিরান বারাকাতের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান মোহাম্মদ রেজা সালেহী জানান, ৩৫ জন স্বেচ্ছাসেবীর ওপর এই টিকার প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করে দেখা গেছে- প্রত্যাশার চেয়ে অনেক ভাল ফলাফল এসেছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে- যেসব ব্যক্তি দুই ডোজ টাকা নিয়েছিলেন তাদের দেহে শতকরা ৯০ ভাগ করোনা প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে।
 
ইরানের শীর্ষ পর্যায়ের ওষুধ কোম্পানি কোভিরান বারাকাত এই টিকা আবিষ্কার করেছে এবং ওই কোম্পানির নামানুসারে টিকার নামকরণ করা হয়েছে। গত মাসে এই টিকা উৎপদনকারী দলের প্রধান জানিয়েছিলেন, ব্রিটেনে যে নতুন প্রজাতির করোনাভাইরাস দেখা দিয়েছে ইরানের এই টিকা তার বিরুদ্ধেও কার্যকর। অন্যান্য প্রাণী দেহে পরীক্ষার পর গত ডিসেম্বর মাসে ইরান মানবদেহে ট্রায়াল শুরু করে। চলতি মাসের প্রথম দিক পর্যন্ত ৫৬ জন স্বেচ্ছাসেবী ট্রায়াল পর্যায়ে এই টিকার দুই ডোজই গ্রহণ করেছেন। পার্সটুডে
captcha